নতুন বছর উদ্যাপনে গুগলের ডুডল
বিদায় ২০১৯, পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন করে অতীতকে স্মরণ করে ভবিষ্যতের জন্য আশাবাদী হই সবাই। বিগত বছরের ভুলগুলো সংশোধন করে আলো জ্বালি নতুন প্রত্যাশার। আর এই নতুন বছর ২০২০ কে স্বাগত জানিয়ে দারুণ এক ডুডল তৈরি করেছে গুগল।
একেবারে নিজেদের আঙ্গিকে নতুন বছরকে স্বাগত জানিয়েছে গুগল। আজ বছরের শেষের দিনে ২০২০-কে স্বাগত জানিয়ে দারুণ এক ডুডল তৈরি করেছে সার্চ জায়েন্ট।
নিউ ইয়ার ইভ সেলিব্রেশনে আবহাওয়ার ব্যাঙ ‘ফ্রগি’-র সাহায্য নিয়েছে গুগল। মোবাইলফোনে তাদের আবহাওয়ার সার্চ ফিচারে বেশ পরিচিত এই ফ্রগি। গুগলের পরিভাষায়, নতুন বছরের যে কোনো আবহাওয়াকে এই ব্যাঙ স্বাগত জানাচ্ছে। আর এটি লিপ ইয়ার হওয়ায় আরো বেশি আনন্দে ভাসছে ফ্রগি।
ডুডলার সোফি ডিয়াও এই ডুডলটি ডিসাইন করেছেন। শুধু এটিই নয়, ২০২০-কে স্বাগত জানাতে আটটি গ্রাফিক্স ব্যবহার করেছে গুগল। যার প্রত্যেকটিতে দেখা গিয়েছে এই আবহাওয়ার ব্যাঙকে।