জাতীয়

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ২৩.৭২%

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯–২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘খ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ২৩.৭২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। কলা অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৪ শতাংশ। আজ রোববার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারই প্রথমবারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল। ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৫ হাজার ১৮ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৯৫৪ জন। লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮৮ পরীক্ষার্থী।

আজ বেলা একটায় উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন। ফল জানা যাবে https://admission.eis.du.ac.bd/ ওয়েবসাইটে। উত্তীর্ণ শিক্ষার্থীদের (মেধা তালিকা ১ থেকে ৬০০০ পর্যন্ত) বিস্তারিত ফরম ও ‘চয়েস ফরম’ আগামী ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।

Back to top button