জাতীয়
জামিনে মুক্তি পেলেন মিন্নি
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল থাকায় ৪৯ দিন জেলহাজতে থাকার পর আজ বিকেলে ছাড়া পেলেন তিনি।
মিন্নির আইনজীবী গোলাম মোস্তফা কাদের সংবাদ মাধ্যমকে বলেন, উচ্চ আদালতের আদেশ পৌঁছানোর পর আজ বিকেল ৪টা ৩৫ মিনিটে বরগুনার কারাগার থেকে বেরিয়ে আসেন মিন্নি।
হাইকোর্টের জামিন আদেশ গতকাল সোমবার আপিল বিভাগ বহাল রাখায় মিন্নির কারামুক্তিতে আইনগত বাধা দূর হয়ে যায়। উচ্চ আদালতের আদেশে কপি আজ সকালে বরগুনার আদালতে যায়। সেখান থেকে বিকেল ৪টায় কারাফটকে পৌঁছায় জামিন আদেশ। এর কিছুক্ষণের মধ্যে কারাফটক দিয়ে বেরিয়ে আসেন মিন্নি।