জাতীয়

জাতীয় হাজং সংগঠনের সাবেক সভাপতি খগেন্দ্র হাজং আর নেই

সোহেল হাজং: বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাবেক সভাপতি খগেন্দ্র হাজং আর নেই। আজ ৬ অক্টোবর ০৩.৪০ মিনিটে কলমাকান্দার নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। খগেন্দ্র হাজং দীর্ঘদিন ধরে জাতীয় হাজং সংগঠন ও বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

এ বছরের মার্চ মাসে তার কিডনি রোগ ধরা পড়ে। স্পষ্টভাষী আদিবাসী নেতা খগেন্দ্র হাজং ২০১২-২০১৮ মেয়াদে হাজং সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আদিবাসী ইউনিয়নরেও সভাপতি ছিলেন। এছাড়া তিনি আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন ও অন্যান্য নেটওয়ার্ক এর সাথেও যুক্ত ছিলেন।

জীবনের শেষ সময় পর্যন্ত তিনি আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করে গেছেন । এ বছরের শুরুতে তিনি হাসনোয়াগাও গ্রামের হাজংদের শ্মশ্মান ও দেবোত্তর সম্পত্তি বেদখল হতে মুক্ত করতে মূল ভূমিকা পালন করেছেন। তার মতো নেতৃত্বের শূন্যতা হাজং ও আদিবাসীদের জন্য বড় ক্ষতি হয়ে গেল। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন, হাজং ছাত্র সংগঠন, যুব সংগঠনসহ অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেন।

Back to top button