ছাত্র ইউনিয়নের ৫ শীর্ষ নেতাকে হত্যার হুমকি
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2019/07/s-6-1.png)
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেলসহ পাঁচ নেতাকে হত্যার হুমকি দিয়েছে আব্দুল হালিম নামক জনৈক ব্যক্তি। জেলার চর ফ্যাশনের ঠিকানা উল্লেখ করে ডাক যোগে এই হুমকি দেয়া হয়। মেহেদী হাসান নোবেল ছাড়াও হত্যার হুমকি পাওয়া অন্যান্যরা হলেন_ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফয়েজ উল্ল্যাহ ফয়েজ, ঢাকা মহানগর সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহর লাল রায়, কেন্দ্রীয় সংসদের শিক্ষা গবেষণা সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজির আমিন চৌধুরী জয় এবং ঢাকা জেলা সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম সাব্বির। ডাকযোগে পাঠানো চিরকুটে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ত্যাগ করুন নয়ত আপনাদের হত্যা করা হবে। আমরা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করব।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল এবং সাধারণ সম্পাদক অনিক রায় এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, অধিকার আদায়সহ সকল ছাত্র কল্যাণমূলক সংগ্রামে ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করে যাবে। পূর্বের ন্যায় সকল হুমকি উপেক্ষা করে শিক্ষাঙ্গনে সাম্রাজ্যবাদ, মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো।
ঘটনার প্রেক্ষিতে আগামীকাল ২৭ জুলাই, শনিবার শাহবাগ থানায় অভিযোগ দায়ের করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।