আন্তর্জাতিক
চীনা নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2020/02/p-1.png)
করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে চীনা নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আগামী ৪-৮ ফেব্রুয়ারি ইতালি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি সাময়িক সিদ্ধান্ত। এ সময়ের মধ্যে চীনা নাগরিককরা বাংলাদেশে ভিসার জন্য আবেদন করলে তাদের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে।”
এছাড়া, বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের আগামী এক মাস চীনে না যাওয়ার অনুরোধও করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেছেন, “চীন বাংলাদেশের খুব ভালো বন্ধু। চলমান স্বাস্থ্য সংকট মোকাবিলায় দুদেশই আন্তরিক হয়ে কাজ করছে।”