জাতীয়

আমু ও তোফায়েল সিটি কর্পোরেশন নির্বাচনে সমন্বয়ক থাকতে পারবেন নাঃ সিইসি

ঢাকার দুই সিটি নির্বাচনে (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন সিইসি।

কে এম নূরুল হুদা বলেন, তারা (আমু-তোফায়েল) নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। কিন্তু নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবেন।

এর আগে তোফায়েল আহমেদকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Back to top button