শিল্প ও সংস্কৃতি

ইন্টারন্যাশনাল মাইনরিটি আর্টিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ জিতলেন জয়তু চাকমা।

আইপিনিউজ ডেস্ক (ঢাকা): ইন্টারন্যাশনাল মাইনরিটি আর্টিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ এর ইয়ুথ ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছেন বাংলাদেশের আদিবাসী চিত্রশিল্পী জয়তু চাকমা।
ফেইসবুকের এক পোস্টে তিনি লিখেন,  I am honored to receive the “International Minority Artist Award 2024” Youth Category. Thank you United Nation (OHCHR) and the Jury members for choosing my artwork and giving the opportunity to display my work to the global citizen. The moment will be cherished forever. Congratulation to all the fellow Artist Award Laureate 2024.
উল্লেখ্য যে,   সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন(OHCHR) কর্তৃক বিশ্বের সংখ্যালঘু শিল্পীদের জন্য ২০২২ সাল হতে আয়োজিত হয়ে আসছে International Art Contest for Minority Artists। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এবার অংশগ্রহণ করেন জয়তু চাকমা। যে সকল চিত্রশিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে বিশ্বের সংখ্যালঘু ও আদিবাসী মানুষের অধিকারের কথা তুলে ধরেন তাদের জন্য এই আয়োজনটি করা হয়ে থাকে। তৃতীয়বারের মতো এই আয়োজনের থিম ছিল Minorities and Memory in the Present।

Back to top button