৯৮ রানেই শেষ চ্যাম্পিয়ন রংপুর
প্রথম চার ওভারে নেই চার উইকেট। ৩৫ রানেই নেই ৭টি। শঙ্কা তখন বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের গুটিয়ে যাওয়ার। শেষ পর্যন্ত রবি বোপারার লড়াইয়ে একশর কাছে যেতে পেরেছে রংপুর রাইডার্স।
বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে রবি ফাইলিঙ্কের দারুণ বোলিংয়ে ধুঁকেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। শনিবার মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে করতে পেরেছে তারা কেবল ৯৮ রান।
৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক।
ম্যাচের দ্বিতীয় ওভারেই অ্যালেক্স হেলস ও মোহাম্মদ মিঠুনকে ফেরান ফ্রাইলিঙ্ক। নিজের পরের ওভারে তুলে নেন মেহেদি মারুফকে। মাঝের ওভারে আবু জায়েদ চৌধুরী ফেরান রাইলি রুশোকে।
১৪ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে পারেনি রংপুর। অফ স্পিনার নাঈম হাসানও উইকেট শিকারে যোগ দিলে ৩৫ রানে হারায় তারা ৭ উইকেট।
অষ্টম উইকেটে বোপারা ও সোহাগ গাজীর ৪৯ রানের জুটি দলকে উদ্ধার করে কিছুটা। ১৭ বলে ২১ রান করে ফেলেন সোহাগ। শেষ ওভারে আউট হওয়া বোপারা করেছেন ৪৭ বলে ৪৪।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ৯৮ (মারুফ ১, হেলস ০, মিঠুন ০, রুশো ৭, বোপারা ৪৪, হাওয়েল ৮, ফরহাদ ৩, মাশরাফি ২, সোহাগ ২১, নাজমুল ৪, শফিউল ১*; আবু জায়েদ ৪-০-৩০-২, ফ্রাইলিঙ্ক ৪-০-১৪-৪, খালেদ ৪-০-১৫-১, নাঈম ৪-০-১০-২, সানজামুল ৪-১-২৭-০)।