অন্যান্য
আদিবাসী নারী নেটওয়ার্কের দুদিনব্যাপী জাতীয় আদিবাসী নারী সন্মেলন
‘আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন’ এই স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ জাতীয় আদিবাসী নারী সন্মেলন। আদিবাসী নারী নেটওয়ার্কের আয়োজনে ২৭-২৮ অক্টোবর দুদিনব্যাপী এই সন্মেলনটি ঢাকার মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হবে।
দুদিনের এই সন্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আদিবাসী নারীরা অংশগ্রহন করবেন। তাছাড়া দেশের বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ সন্মেলনের আলোচনায় অংশগ্রহন করবেন বলে জানা যায়। সন্মেলনের শেষদিনে আদিবাসী নারী নেটওয়ার্কের কর্মপরিকল্পনা ও ঘোষনাপত্র জানানো হবে।
বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক বাংলাদেশের আদিবাসীদের নিয়ে অনেকদিন কাজ করে চলেছে। দুদিন ব্যাপী তাদের এই জাতীয় সন্মেলন আয়োজনে সহযোগী হিসেবে থাকছে কাপেং ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ফিমি।