চট্টগ্রামে আদিবাসী কোটা বহালের দাবীতে সংহতি সমাবেশ ও প্রতিবাদী গান
ম্যাকলিন চাকমা,চবি প্রতিনিধি:
আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম অঞ্চলের ডাকে আজ সকাল ১১ টায় চেরাগী পাহাড় মোড়ে সংহতি সমাবেশ ও প্রতিবাদী গান অনুষ্ঠিত হয়েছে।
যুগ্ম আহ্বায়ক প্রত্যয় নাফাকের সঞ্চালনায়, প্লেটো খীসার সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক অশোক সাহা,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বামং মারমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন চট্টগ্রাম অঞ্চলের নেতা জাগিরন চিরান৷
বক্তারা বলেন অবিলম্বে ৫% আদিবাসী কোটা পূর্নবহাল করতে হবে। বক্তারা আরো বলেন, কোটা আন্দোলন ছিলো সংস্কারের, বাতিলের না। সরকারের এমন সিদ্ধান্ত প্রহসন মূলক। সরকারকে অতি শ্রীঘ্রই কোটা পূনর্বহাল রাখতে দাবী জানাই।
সংহতি জানিয়ে গান পরিবেশ করেন আদিবাসী ব্যন্ড হিল গ্যাং এবং প্লুং।
এছাড়াও সমাবেশে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চল, গণসংহতি আন্দোলন,খেলাঘর আসর ,বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মারমা স্টুডেন্ট কাউন্সিল।