আঞ্চলিক সংবাদ

আদিবাসী কোটা বহালের দাবীতে চট্টগ্রামে অবরোধ

আদিবাসী কোটা বহালের দাবীতে আজ বুধবার চট্টগ্রামে অবরোধ করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।

পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী কোটা সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চবি জিরো পয়েন্ট থেকে দেড় শতাধিক আদিবাসী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সড়ক অবরোধের সমর্থনে একটা মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় ফটকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।

পরে সড়ক অবরোধ করলে গেলে পুলিশের বাধার মুখে পড়লে ছাত্র-ছাত্রীরা খাগড়াছড়ি -রাঙামাটি সড়কে অবস্থান নিয়ে কোটা বহালের দাবীতে শ্লোগান দিতে থাকে৷

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রত্যয় নাফাক, যুগ্ম অাহ্বায়ক খঞ্জন ত্রিপুরার যুগ্ম আহ্বায়ক মংসাই মারমা , মিন্টু ত্রিপুরা প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তকে সংবিধানের সাংঘর্ষিক বলে দাবী করে জানান, আদিবাসীদের জন্য সরকারি ১ম ও দ্বিতীয় শ্রেণিতে ৫% কোটা বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

Back to top button