জাতীয়

মানবেন্দ্র নারায়ণ লারমার ৭৯ তম জন্মবার্ষিকীতে আদিবাসী ফোরামের আলোচনা সভা

আগামীকাল ১৫ সেপ্টেম্বর অবিসংবাদিত নেতা ও সাবেক সাংসদ বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৭৯তম জন্মবার্ষিকী। দিনটি স্মরণে বাংলাদেশ আদিবাসী ফোরাম ঢাকার বাংলামটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সকাল ১০টায় এক আলোচানা সভার আয়োজন করেছে।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল, বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টfচার্য, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও ড. খায়রুল চৌধুরী প্রমুখ। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

মানবেন্দ্র নারায়ন লারমা(এম.এন লারমা) ১৫ সেপ্টেম্বর ১৯৩৯ সালে রাঙামাটির নানিয়ারচরে মহাপুরম (মাওরুম) জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সাল থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক জীবনে পদার্পন তার। ছাত্রাবস্থায় পূর্ব পাকিস্থান ছাত্র ইউনিয়ন করেছেন, কাপ্তাই বাঁধের বিরুদ্ধে জুম্ম ছাত্র জনতাকে সংগঠিত করেছেন, ৭০ এর প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত সদস্য হয়েছেন।

তিনি ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন ও সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ৭৩ সালের জাতীয় নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। ৭৫ এর আগষ্টের পর আত্মগোপনে চলে যান তিনি। অধিকার আদায়ে গেরিলা লড়াই সংগঠিত করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর নিহত হবার আগে পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি রেখে গেছেন এই অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা।

Back to top button