খেলাধুলা

ভুটানের বিপক্ষে বাংলাদেশের বিজয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতে বাংলাদেশ। এই জয়ে ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ এশিয়ান কাপের বাছাইয়ে ওঠার প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলে হারের প্রতিশোধও নিল দল।

প্রথম আক্রমণেই দেখা মিলল পেনাল্টির। তপু বর্মনের লক্ষ্যভেদে উচ্ছ্বাসে ভাসল হাজারো সমর্থক। দ্বিতীয়ার্ধের শুরুতে মাহবুবুর রহমান সুফিলের দুর্দান্ত গোলে আবারও গ্যালারিতে উঠল আনন্দের ঢেউ। ভুটানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে বাংলাদেশ পেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা। ২০১৬ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারানোর পর এই প্রথম জয় পেল বাংলাদেশ।

এর আগে উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করে পাকিস্তান।

Back to top button