আঞ্চলিক সংবাদ
কক্সবাজারে আদিবাসী দিবসের মানববন্ধন ও র্যালি
আদিবাসী দিবস উপলক্ষ্যে গতকাল কক্সবাজার পৌরসভা চত্বরে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি থোই অং।
বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনিল দত্ত, এইচআরডিএফ কক্সবাজার কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, আদিবাসী ফোরাম উখিয়া উপজেলার সহ সভাপতি কৃষ্ণদন চাকমা, যুবনেতা খোকন চাকমা, আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা সহ সাধারণ সম্পাদক মং প্রু।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মংথেলা রাখাইন। র্যালিটি কক্সবাজার শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে।