আন্তর্জাতিক

আদিবাসী ও চা জনগোষ্ঠির মানবাধিকার বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপন বানায়: জাতিসংঘ উন্নয়ন সংস্থা- ইউএনডিপি এর অর্থায়নে আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে কাজ করছে আইপিডিএস। এরি ধারাবাহিকতায় গত ২১ জুলাই ২০১৮ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর উচ্চবিদ্যালয় মাঠে দিন ব্যাপি আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশের পিছিয়ে পড়া মানুষের মধ্যে আদিবাসী ও চা জনগোষ্ঠী অন্যতম। বিভিন্ন অঞ্চল হতে শত শত আদিবাসী ও চা জনগোষ্ঠীর লোকেরা অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব মাহবুবুল কবির মুরাদ। তিনি তার বক্তব্যে বলেন, চা জনগোষ্ঠীর মানুষেরা এদেশে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ নানা সমস্যায় তারা জর্জরিত। তিনি শিক্ষা ও সাস্থ্য নিশ্চিত করার জন্য চা বাগানে প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়াও চা শ্রমিকদের নিজ নামে বিদ্যুত সংয়োগ ও সরকারি সকল কাজে আদিবাসী ও চা জনগোষ্ঠীর লোতদের অন্তভ’ক্তির ঘোষণা দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঈন উদ্দিন ইকবাল, উপজেলা চেয়ারম্যান জনাব আবু তাহের, চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি ও ও প্রকল্পটির সমন্বয়কারী মি রিপন বানাই ও অন্যান্য প্রতিনিধিরা। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে গারো, সাওতাল, ওরাও ও চা জনগোষ্ঠীর শিল্পিরা তাদের ঐতিহ্যগত নৃত্য ও গান পরিবেশন করেন।

Back to top button