জাতীয়

ফেরানো গেলো না কিছুতেই …….

আইপি নিউজ ডেস্ক, ২১ জুলাই, ঢাকা : রাজীব মীরকে ফেরানো গেলো না। ফেরানো গেলো না কিছুতেই….। চলে গেলেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। শেষ পর্যন্ত মৃত্যুকেই আলিঙ্গন করলেন। ২১ জুলাই ভারতের চেন্নাই-এর একটি হাসপাতালে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাজীব মীর শেষ নিশ্বাস ত্যাগ করেন। লিভার সিরোসিসে আক্রান্ত রাজীব মীর ভারতের চেন্নাই-এ চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বন্ধু, সুহৃদ, অসংখ্য গুণগ্রাহীদের সকল প্রচেষ্ঠা ও আয়োজনকে পিছনে ফেলে নিশব্দে চলে গেলেন শিক্ষক, কবি, প্রাবন্ধিক ও মানবতাবাদী রাজীব মীর। আইপি নিউজ পরিবারের পক্ষ থেকে রাজীব মীরের জন্য ভালোবাসা।
“ চলে যাওয়া মানে প্রস্থান নয়
নয় বন্ধন ছিন্ন করা”
অনাগত কোন গীতিকবিতায় তুমি রবে চিরকাল।

Back to top button