জাতীয়

রাঙামাটির নানিয়াচরে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু

রাঙামাটির নানিয়াচরে টানা বর্ষণে পাহাড় ধসে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে টানা বর্ষনের ফলে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। রাস্তায় গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে টানা বর্ষনের ফলে রাঙামাটির নানিয়াচর উপজেলায় ধর্মচানপাড়া, হাতিমারা ও বড়পুল পাড়াইয় পাহাড় ধসে মঙ্গলবার সকালের দিকে পাহাড় ধসে মাটি চাপ পরে অন্তত ১০ জন মারা গেছে। ঘটনার পর পর স্থানীয়দের উদ্যোগে উদ্ধারের কাজ শুরু করে। পরে দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয়রা মিলে উদ্ধারকাজ চালান।

Back to top button