জাতীয়

আগামীকাল কল্পনা চাকমা অপহরণের ২২ বছরে ঢাকায় আলোচনা সভার আয়োজন

কল্পনা চাকমা অপহরণের ২২ বছর ‘‘ তদন্ত রিপোর্ট প্রকাশ ও মামলার বর্তমান প্রেক্ষিত’’ শীর্ষক এক আলোচনা সভা আগামীকাল সোমবার, সকাল ১০.৩০টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর এর সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও হিল উইমেন্স ফেডারেশন এর যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল, মানবাধিকার কর্মী খুশী কবির, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, লেখক ও সাংবাদিক বিপ্লব রহমান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা প্রমূখ।

এছাড়া বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

Back to top button