রাহালা রিমিল ডান্স গ্রুপ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
১ জুন ২০১৮ রাহালা রিমিল ডান্স গ্রুপ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১.৩০ মিনিটে রাজশাহী উত্তম মেষ পালক ক্যাথিড্রাল হল রুম, বাগানপাড়া, ডিংগাডোবায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাহালা রিমিল ডান্স গ্রুপ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।
রাহালা রিমিল ডান্স গ্রুপের সভাপতি সাবিত্রী হেমব্রম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ইংরেজী বিভাগের প্রভাষক স্যামসন হাঁসদা, রাহালা রিমিল ড্যান্স গ্রুপের উপদেষ্ঠা ও জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, নৃত্য শিল্পী ডেবিট বিশ্বাস সহ গ্রুপের প্রায় অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানাটি সঞ্চালনা করেন রাহালা রিমিল ডান্স গ্রুপের সাধারণ সম্পাদক প্রশান্ত মিনজ।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও শুভ কামনা করেন, নিজ সংস্কৃতি চর্চার মাধ্যমে ঐহিত্য টিকিয়ে রাখতে হবে। সমাজের ছেলে-মেয়েদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে।