ঢাকায় গারো আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শুরু
তৃতীয় বারের মত হৃদয়ে প্রভাত ক্লাবের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে “গারো আদিবাসী ফুটবল টুর্নামেন্ট”। আজ ১৮ই মে রোজ শুক্রবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিডিআই এর পরিচালক থিউফিল নকরেক। এছাড়াও অন্যান্য আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করবেন নবীন রংমা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১ম রাউন্ডের মোট ৬ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম ম্যাচে পাঁচগাঁও ২;১ গোলে সিমসাকবো স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
দ্বিতীয় ম্যাচে বিরিশিরি সিমসাং এক্সপ্রেস বনাম লক্ষীবাজার স্পোর্টিং ক্লাবের খেলা ১;১ গোলে ড্র হয়েছে।
তৃতীয় ম্যাচে কাকড়াগুনি সেংবিয়া একাদশ কাইলাকুড়ি, সুবকচনা পান্তি গিল্লেং একাদশকে ৪:০ গোলে হারিয়েছে।
চতুর্থ ম্যাচে টেলকী একাদশ ও মেষকুড়া ফুটবল একাদশ মধ্যকার খেলা ২ : ২ গোলে ড্র হয়েছে।
পঞ্চম ম্যাচে জিএমসি ও সাইনামারি একাদশ মধ্যকার খেলা ১:১ গোলে ড্র হয়েছে।
দিনের শেষ এবং ৬ষ্ঠ খেলায় বেরীবাইদ ফুটবল টিম বনাম জালাবাদা একাদশ গোল শূণ্যতে খেলা শেষ করেছে।
টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।