আঞ্চলিক সংবাদ
লংগদুতে ধর্ষণের অভিযোগে চা দোকানি গ্রেপ্তার
রাঙামাটির লংগদু উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জয়নাল মিয়া নামে এক চা দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গাঁথাছড়া বাজারে চায়ের দোকানদার জয়নাল মিয়াকে রাতে দোকান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, মেয়েটির মা বাদী হয়ে জয়নালের বিরুদ্ধে শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মেয়েটি স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ে। সকালে প্রাইভেটপড়া শেষে স্কুলে যাওয়ার পথে জয়নাল তার নিজের চায়ের দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে । এ সময় মেয়েটির সাথে প্রতিবেশী আরও এক শিশু ছিল।
ঘটনার পর মেয়েটি বাসায় ফিরে মাকে সব জানায়। সন্ধ্যায় স্বামী কাজ থেকে ফিরলে তাকে নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন।