জাতীয়

৬ মে প্রকাশ হচ্ছে এসএসসি পরীক্ষার ফল

আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে ।
সূত্রে জানা গেছে, রেওয়াজ অনুযায়ী ৬ মে সকাল ১০টায় সব বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুপুরে ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী।

Back to top button