আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনে গাজা উপত্যকার ইসরায়েল সীমান্তে সংঘর্ষে কমপক্ষে ১২ ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত এবং কয়েকশ’ ফিলিস্তিনি আহত হয়েছে।
সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের ডাক দেওয়া বিশাল বিক্ষোভে শুক্রবার কয়েকটি স্থানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ সংঘর্ষ ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সংঘর্ষে ১২ জন নিহত এবং ৭৫০ জন ফিলিস্তিনি আহত হওয়ার খবর জানিয়েছে। ইসরায়েলের ছোড়া গুলিতেই বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছে।
ফিলিস্তিনি বিক্ষোভকারীরা সীমান্ত বেষ্টনী বরাবর ৫ টি জায়গায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভের পরিকল্পনার অংশ হিসাবে তারা সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিক্ষোভকারীদের সংখ্যা আনুমানিক ৩০ হাজার বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
তথ্যসূত্র: এএফপি