অন্যান্য
খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরী ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকায় সেটলার কর্তৃক এক ত্রিপুরা কিশোরী(১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পানি আনতে গিয়ে সেখানে ওতপেতে থাকা মোঃ আলম কর্তৃক ধর্ষণের শিকার হয়।
এলাকাবাসীর আরো জানায়, ধর্ষণের শিকার কিশোরীকে প্রথমে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিশোরীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবসের দিনে কিশোরী ধর্ষণ হওয়ায় পাহাড়ের ও সমতলের সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভিযুক্ত ধর্ষকের ছবিও প্রকাশ করা হয়েছে। কিশোরী ধর্ষণকারী ব্যাক্তিকে গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।