গারো রাজা পরেশ চন্দ্র মৃর মৃত্যুবার্ষিকী আজ
গারোদের অবিসংবাদিত নেতা গারো রাজা পরেশ চন্দ্র মৃ’র ২০ তম মৃত্যু বার্ষিকী আজ। সকালে তার প্রতিষ্ঠিত সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠন তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণ করেন। তিনি ১৯৯৮ খ্রীষ্টাব্দের ৭ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
পরেশ চন্দ্র মৃ’র জন্ম ১৯২৯ খ্রীষ্টাব্দে টাঙ্গাইলের মধুপুর উপজেলার চুনিয়া গ্রামে । তার পিতার নাম রয়চান নকরেক এবং মাতার নাম টেংয়া মৃ । মধুপুরের গারো আদিবাসীদের সংগঠিত করার লক্ষ্যে তিনি নিজে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ গঠন করেন ১৯৬২ সালে। একই বছর ফা: জে ইয়াং এর সাথে জয়েনশাহী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি (বর্তমানে আবিমা কো-অপারেটিভ ক্রে: ইউ.লি.) গঠনে সহায়তা করেন । । বিভিন্ন সময়ে দাঙ্গা, অন্যায়-অত্যাচারে আদিবাসীরা যখন দেশত্যাগ করতে বাধ্য হন তখন পরেশ চন্দ্র মৃ আদিবাসীদের বিভিন্ন ভাবে রক্ষা ও সহায়তা করেছেন । ৭১ এর মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধাদের আশ্রয় এবং খাদ্য , অর্থ দিয়ে সহযোগীতা করেন । এলাকাবাসীর সহায়তায় ১৯৭২ সালে পীরগাছা সেন্ট পৌল হাই স্কুল প্রতিষ্ঠা করেন । ১৯৭৮ সালে ন্যাশনাল পার্কের নামে আদিবাসী অধ্যুসিত গ্রামগুলি কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও করে উচ্ছেদ নোটিশ দিলে জোড়ালো প্রতিবাদ করেন তিনি ও তার সংগঠন । আজীবন সংগ্রামী পরেশ চন্দ্র মৃ সারাজীবন অতিবাহিত করেছেন তার সম্প্রদায়ের মানুষের কল্যাণ সাধনে।