আঞ্চলিক সংবাদ
রাঙ্গামাটি জেলা পিসিপির সভাপতি রিন্টু, সম্পাদন মিলন
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে রিন্টু চাকমাকে পুনরায় সভাপতি ও মিলন কুসুম তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক এবং পলাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
রোববার বিকেলে জেলা শাখার কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষনা করে সংগঠনটি। এসময় কাউন্সিল অধিবেশনে জেলা পিসিপির সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জড়িতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল চাকমা।