আঞ্চলিক সংবাদ

মৃত্তিকা গ্রন্থকেন্দ্রের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লিজা নকরেক;মধুপুরঃ আজ ২৬ জানুয়ারি, ২০১৮ টাঙ্গাইল জেলার মধুপুর থানার জয়নাগাছা গ্রামে দিন ব্যাপী নানা বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মৃত্তিকা গ্রন্থকেন্দ্রের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ।
মৃত্তিকা গ্রন্থকেন্দ্র প্রাঙ্গণ থেকে এক বিশাল র্যা লী বের হয়ে বীর শহীদ পীরেন স্নালের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা। ফিরে এসে গ্রন্থকেন্দ্র চত্ত্বরে মান্দিদের ঐতিহ্যবাহী ফং এর বীজ রোপন ও বিতরণ করা হয়। দ্বিতীয়ার্ধের বেলুন উড়িয়ে আলোচনা সভার উদ্ভোধন করেন পীরেন স্নালের বাবা নেজেন্দ্র নকরেক।

মৃত্তিকা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি কবি পরাগ রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মি. স্বপন মানখিন, বন্দেরিয়া গ্রামের মিকরাকবো যুব সংগঠনের লিওনার্দো নকরেক, মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্রের প্রধান সংগঠক যাদু রিছিল, প্লান্ত নকরেক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পীরেন স্নাল সহ অস্তিত্বরক্ষার সংগ্রামে সকল শহীদদের আদর্শ ধারণ করে সামনের পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সচিব জুয়েল বিন জহিরের সঞ্চালনায় আলোচনা সভা শেষে মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্রের সদস্যদের অংশগ্রহণে দুই ঘন্টা ব্যাপী চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Back to top button