শেরপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
শেরপুরে রাষ্টীয় সম্পদ লুটপাট, পরিবেশ দূষণ ও শ্রীবরদীর কর্ণঝোড়ার ঢেউপা এবং বালূঝুড়ি মাসি নদী থেকে অবৈধ বালু বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ী আদিবাসিরা।
আজ দুপুরে সাড়ে ১২ টার দিকে শেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রীররদীর পাহাড়ী সমাজ, বাগাছাস, বর্মণ ছাত্র পরিষদের আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখা, জনউদ্যোগের সহযোগিতায় এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।
শ্রীবরদীর পাহাড়ী সমাজের আহ্বায়ক উন্নয়ন দালবৎ এর সভাপতিত্বে ও আনেসং সাংমার সঞ্চালনার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজ সেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষাবিদ আবুল কামাল আজাদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও শেরপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর টেলিভিশনে সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, বর্মন ছাত্র পরিষদের মিঠুন বর্মণ, পবিত্র বর্মণ, বাগাছাসের জীবন ম্রং, অনিক চিরান বক্তব্য রাখেন।