জাতীয়
শহীদ পীরেন স্নাল স্মরণে মধুপুরে নানা আয়োজন
স্টাফ রিপোর্টঃ “পীরেন স্নালের চেতনায় চলো মুক্তির মিছিলে” এই স্লোগানে পালিত হতে যাচ্ছে শহীদ পীরেন স্নালের চতুর্দশ আত্মত্যাগ দিবস।
দিনটি স্মরণে নানান আয়োজন করা হয়েছে বলে জানান জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি ইউজিন নকরেক।
জয়েনশাহীর মূল ভুমিকায় ও বিভিন্ন সংগঠনের সহযোগীতায় ৩ রা জানুয়ারী সকাল সাড়ে সাতটায় শুরু হবে মূল আয়োজন।
বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে প্রভাতফেরি, কালোব্যাজ ধারণ, পুষ্পার্ঘ অর্পণ, স্মৃতিফলক উন্মোচন, আলোচনা সভা প্রভৃতি।
দিনটি স্মরণে সহযোগী সংগঠন গুলো হচ্ছে গারো স্টুডেন্ট ফেডারেশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, গারো স্টুডেন্ট ইউনিয়ন, আচিকমিচিক সোসাইটি প্রভৃতি।
উল্লেখ্য ২০০৪ সালের ৩ রা জানুয়ারী মধুপুরে ইকোপার্ক বিরোধী আন্দোলনে পুলিশ ও বনরক্ষীদের গুলিতে শহীদ হন জয়নাগাছা গ্রামের মান্দি যুবক পীরেন স্নাল।