বান্দরবানে যাত্রী পরিবহনে প্রতিবন্ধী আসন সংরক্ষণ
বান্দরবানে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোতে প্রতিবন্ধীদের জন্য ৩টি আসন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুরে পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী সম্মেলন শেষে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বাসগুলোতে এই ব্যবস্থার উদ্বোধন করেন।
এদিকে পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধীদের বার্ষিক সম্মেলন বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।
‘কাউকে বাদ দিয়ে নয়, উন্নয়নে এক হই’ স্লোগানে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র সাংস্কৃতিক ইন্সটিটিউট-এ গিয়ে শেষ হয় র্যালি। র্যালি শেষে ক্ষুদ্র সাংস্কৃতিক ইন্সটিটিউট হল রুমে আয়োজন করা হয় একটি আলোচনা সভা।
এতে তিন পার্বত্য জেলার প্রতিবন্ধীরা অংশ নেয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, মানবাধিকার নেত্রী নীলিমা আক্তার, জর্জ ত্রিপুরা প্রমুখ।
সেখানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারলে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সভায় প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানান বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।