বিলাইছড়িতে ৩১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা
রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল গত ২২ ডিসেম্বর ২০১৭ একাধিক গ্রামে তল্লাশী অভিযান চালিয়ে জনসংহতি সমিতি (জেএসএস)-র সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতদেরসহ ৩১ জন জুম্মর বিরুদ্ধে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ এনে গত ২৩ ডিসেম্বর ২০১৭ আবারও একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় উক্ত ৩১ জন জুম্ম ছাড়াও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়।
জানা গেছে, গত ১৯ ডিসেম্বর ২০১৭ বিকাল আনুমানিক ৫:৩০ টার দিকে ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি গ্রামের বাসিন্দা নিলোচান তঞ্চঙ্গ্যা (৫০) বাড়ির পার্শ্ববর্তী এলাকায় গরু চড়াতে গেলে আর বাড়ি ফিরে আসেননি অথবা কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে গত ২২ ডিসেম্বর ২০১৭ দিবাগত রাত ৩:০০টা হতে ভোর সকালের মধ্যে ফারুয়া সেনাক্যাম্পের একদল সেনাসদস্য একাধিক গ্রামে তল্লাশী অভিযান চালিয়ে জনসংহতি সমিতির স্থানীয় কর্মীসহ ৮ জন নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করে ফারুয়া সেনাক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। নির্যাতন চালানোর পর ঐ দিন বিকাল ৪:০০ টার দিকে ফারুয়া সেনাক্যাম্প থেকে সম কুমার তঞ্চঙ্গ্যা (৩৫), পীং-কালাচান তঞ্চঙ্গ্যা, ঠিকানা- এগোজ্যাছড়ি, ফারুয়া নামের এক জুম্মকে ছেড়ে দেওয়া হয়। তবে জেএসএস-এর সদস্যসহ বাকী ৭ জনকে বিলাইছড়ি সদরস্থ দীঘলছড়ি সেনা জোনে নিয়ে আসা হয়। গত ২৩ ডিসেম্বর ২০১৭ সকালের দিকে এদের মধ্য থেকে ২ জনকে ছেড়ে দেওয়া হলেও বাকী ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিলাইছড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ৫ জন হলেন।
১.জীবন তঞ্চঙ্গ্যা (৪০), পীং-সুধন্য কুমার তঞ্চঙ্গ্যা, ঠিকানা- এগোজ্যাছড়ি, ফারুয়া। তিনি জনসংহতি সমিতির ফারুয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফারুয়া ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য।
২.শম্ভু তঞ্চঙ্গ্যা (৩২), পীং-বিল কুমার তঞ্চঙ্গ্যা, ঠিকানা- গোয়াইনছড়ি, ফারুয়া। তিনি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ফারুয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক।
৩.আপন তঞ্চঙ্গ্যা (৩০), পীং-ফোলেয়্যা তঞ্চঙ্গ্যা, ঠিকানা- গোয়াইনছড়ি, ফারুয়া। তিনি জনসংহতি সমিতির স্থানীয় গ্রাম কমিটির সদস্য।
৪.শান্তিময় চাকমা (৩৫), পীং-মৃত উস্যা (হীরালাল) চাকমা, ঠিকানা- গোয়াইনছড়ি, ফারুয়া। তিনি ফারুয়া ইউনিয়ন পরিষদের একজন কর্মচারী।
৫.রিপন তঞ্চঙ্গ্যা (৩০), পীং-নতুন কুমার তঞ্চঙ্গ্যা, ঠিকানা- গোয়াইনছড়ি, ফারুয়া। তিনি একজন দোকানদার।
অপরদিকে, আটক ও নির্যাতনের পর ২৩ ডিসেম্বর ২০১৭ সকাল ৭:০০ টার দিকে দীঘলছড়ি সেনা জোন থেকে ছাড়া পাওয়া ২ জুম্ম গ্রামবাসী হলেন।
১.কন্যাচন্দ্র তঞ্চঙ্গ্যা (৪৫), পীং-তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, সাং- গোয়াইনছড়ি, ফারুয়া।
২.পূর্ণ লাল চাকমা (৪০), পীং-সুন্দরমনি চাকমা, সাং-ঐ।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ২০১৭ একটি বিশেষ মহলের ষড়যন্ত্রে নিলোচান তঞ্চঙ্গ্যা (৫০)-কে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে অপহৃতের ছেলে সজীব তঞ্চঙ্গ্যাকে বাদী করে ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিলাইছড়ি থানা মামলা নং-০৩, তাং-২৩/১২/১৭, মামলার ধারা ৩৬৪/৩৪ দন্ডবিধি।
মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত জুম্মরা হলেন।
১.চন্দ্র চাকমা (৫০), পীং-মৃত ইত্তুক্যা চাকমা, সাং-গোয়াইনছড়ি;
২.প্রদীপ তঞ্চঙ্গ্যা, পীং-লাল মোহন তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
৩.আপন কুমার তঞ্চঙ্গ্যা (২৫) পীং-মৃত ফলেয়্যা তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
৪.প্রিয় রঞ্জন তঞ্চঙ্গ্যা (৫৫) পীং-তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
৫.কন্যা বাবু তঞ্চঙ্গ্যা (৪৮) পীং-ঐ, সাং- ঐ;
৬.শিমুল্যা তঞ্চঙ্গ্যা (২৮) পীং-ঐ, সাং-ঐ;
৭.জগদীশ তঞ্চঙ্গ্যা (৩৫) পীং-ঐ, সাং-ঐ;
৮.রিপন তঞ্চঙ্গ্যা (২৬) পীং-মৃত নতুন কুমার তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
৯.স্বর্গবাবু তঞ্চঙ্গ্যা (৩২) পীং-রাঙ্গাবিচা তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১০.বল্যা তঞ্চঙ্গ্যা (২৭) পীং-বাঙগা তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১১.সুখীবাবু তঞ্চঙ্গ্যা (২০) পীং-বগরা তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১২.সুনীল তঞ্চঙ্গ্যা (২৬) পীং-নাক্কোআ তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১৩.উত্তম তঞ্চঙ্গ্যা (৫৫) পীং-ধল্যাচরণ তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১৪.পুতুল তঞ্চঙ্গ্যা (২৯) পীং-পুক্যামনি তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১৫.মাগানা চান তঞ্চঙ্গ্যা (৫৮) পীং-বুড়াচসিং তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১৬.সতেজ তঞ্চঙ্গ্যা (৩৫) পীং-মৃত বিল কুমার তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
১৭.শান্তিময় চাকমা (৩৮) পীং-মৃত হীরালাল চাকমা, সাং-ঐ;
১৮.জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা (৪০) পীং-সুধন্য কুমার তঞ্চঙ্গ্যা, সাং-এগুজ্যাছড়ি;
১৯.মধু কুমার তঞ্চঙ্গ্যা (২৮) পীং-মৃত রবিধন তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
২০.রনজিৎ কুমার চাকমা (৪৫) পীং-দিন মোহন চাকমা, সাং-ঐ;
২১.বুদি আলম তঞ্চঙ্গ্যা (২৬) পীং-পুনঙ্গ মনি তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
২২.সুককালা মনি তঞ্চঙ্গ্যা (২৫) পীং-ঐ, সাং-ঐ;
২৩.আপন্যা তঞ্চঙ্গ্যা (৩২) পীং-সাধু মোহন তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
২৪.ভন্ড তঞ্চঙ্গ্যা (৩২) পীং-ফুলশ্ব মনি তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
২৫.সিল্যা তঞ্চঙ্গ্যা (৩০) পীং-সুন্দরসেন তঞ্চঙ্গ্যা, সাং-ঐ;
২৬.নিলো তঞ্চঙ্গ্যা (৪০) পীং-মালেয়্যা তঞ্চঙ্গ্যা, সাং-তক্তানালা;
২৭.চানু চাকমা (৫৫) পীং-মৃত চুচ্যাং চাকমা, সাং-তক্তানালা;
২৮.ম্যারাডোনা প্রঃ রাহুল (৩৬) পীং-চাইঙ্গ্যা অং, সাং-তক্তানালা;
২৯.বগা চাকমা (৪৫) পীং-অজ্ঞাত, সাং-আমকাটা ছড়া;
৩০.চিরজিৎ চাকমা (৩১) পীং-অজ্ঞাত, সাং-ঐ;
৩১.হিরণ তঞ্চঙ্গ্যা (২৮) পীং-অজ্ঞাত, সাং-জান্দ্রি মোইন, ১নং বিলাইছড়ি।
তথ্যসূত্রঃ তথ্য ও প্রচার বিভাগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।