আঞ্চলিক সংবাদ
রাইখালীতে আওয়ামীলীগ-ছাত্রলীগ কর্তৃক জনসংহতি সমিতির এক সদস্যকে অপহরণ
৭ ডিসেম্বর ২০১৭ সকাল ১১:০০ ঘটিকার দিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রাম থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য উষামং মারমাকে (৩২) তাঁর বাড়ি থেকে স্থানীয় ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানের নেতৃত্বে আওয়ামীলীগের দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়।
দুর্বৃত্তরা অমানুষিকভাবে মারধর করতে করতে কাপ্তাই উপজেলা ও রাউজান উপজেলার সীমান্ত এলাকা বাঙালি অধ্যুষিত কোদালা গ্রামের দিকে ধরে নিয়ে যায় বলে জানা যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হলেও এখনো অপহৃত উষামং মারমাকে উদ্ধারের জন্য পুলিশ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।