অন্যান্য

বুয়েট শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের সঙ্গে গণ্ডগোলের পর হামলার বিচারের দাবিতে ক্লাস বর্জন করে আসা বুয়েট শিক্ষার্থীরা ২৩ দিন পর শিক্ষা কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রশাসনের কাছে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র আহসান রাব্বী খান মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন।

তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাব্বী সংবাদমাধ্যমকে বলেন, “আজকে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আমাদের সাথে কথা বলেছেন। তিনি সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন, তাই আমরা ক্লাসে ফিরে যাচ্ছি।

“আমরা শনিবার থেকে ক্লাসে ফিরে যাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রমেও আমরা অংশ নেব।”

যে ঘটনা নিয়ে এই ক্লাস বর্জনের সূত্রপাত, সে বিষয়ে বুয়েটের অবস্থান জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও এই শিক্ষার্থী জানান।

শিক্ষার্থীরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক সত্য প্রসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের পলাশী ও বকশীবাজার প্রান্তে সড়কে দুটি ফটক বসানোর দাবি জানিয়েছিল, তা বাস্তবায়নে একটি কমিটি করে দেওয়া হয়েছে।

এছাড়া পুরো ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরে গণমাধ্যমেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষার্থীদের আরেক মুখপাত্র যন্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পার্থ প্রতিম দাস।

তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। তবে আন্দোলন এখানেই শেষ নয়।

“আমাদের দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের সাথে আলোচনা চালিয়ে যাব।”

Back to top button