জাতীয়
রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ চারজনের বিচার শুরু
তেজগাঁও থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের সাবেক কর্ণধার আব্দুস সালামসহ চারজনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৫ জানুয়ারি দিন ঠিক করে দেন।
আসামিদের মধ্যে জামিনে থাকা একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সোমবার অভিযোগ গঠনের শুনানিতে হাজির ছিলেন।
অভিযোগ পড়ে শোননো হলে কাঠগড়ায় দাঁড়িয়ে সালাম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান বলে জানান তার আইনজীবী মো. শাহাবুদ্দীন।
বাকি তিন আসামি তারেক রহমান, একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলবে।