আসুন অনিল মারান্ডীর পাশে দাঁড়াই
অনিল মারান্ডী। আমাদের সকলের শ্রদ্ধেয়, চিরচেনা, প্রিয় মানুষ। সমসাময়িককালে যার হাতে হাত রেখে আমরা অনেকেই আদিবাসী অধিকার আন্দোলনে সামিল হয়েছি। আদিবাসী আত্মপরিচয় এবং রাজনৈতিক লড়াইয়ের অনেক দিকনির্দেশনা যিনি আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন।
আদিবাসী গ্রাম থেকে শুরু করে নগর, বন্দর, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ কী জাতীয় অঙ্গণে অনিল মারান্ডী অধিকার আদায়ের এক বিপ্লব স্পন্দিত নাম।
জাতিতে সাঁওতাল অনিল মারান্ডীর জীবন খুব বৈচিত্র্যময়। দিনমজুরি থেকে শুরু করে জনগণের নেতা হয়ে ওঠা কতকিছু। গরিব মেহনতি আদিবাসী মানুষের ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, সংষ্কৃতি, মানবাধিকার রক্ষায় এক নির্ভীক যোদ্ধা অনিল মারান্ডী। জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সভাপতি (বর্তমান প্রেসিডিয়াম সদস্য) এবং দেশজুড়ে গড়ে ওঠা আদিবাসী আন্দোলনের এই প্রবীণ সৈনিক আজ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে প্যারালাইসিস হয়ে তিনি শয্যাশায়ী। অনিল মারান্ডীর পরিবারের পক্ষে তাঁর চিকিসাব্যয় মেটানো অসম্ভব।
আসুন আমরা যে যেভাবে পারি অনিল মারান্ডীর পাশে দাঁড়াই। আদিবাসী আন্দোলনকে জোরদার করি।
অনিল মারান্ডীর চিকিৎসা সহায়তায় আপনার সাহায্য পাঠানোর বিকাশ (BKASH) নম্বর: রবীন্দ্রনাথ সরেন-০১৭১২২৭৮২১১
অথবা
ব্যাংক হিসাব:
Acc name: Jatiya Adivasi Parishad
Acc No. : 4202-102200000
AB Bank Limited
Rajshahi Branch