আন্তর্জাতিক

আজ চে গেভারার ৫০তম মৃত্যুবার্ষিকী

কিউবা বিপ্লবের মহানায়ক চে গেভারার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। বলিভিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৫ সালে মেক্সিকো ছাড়েন চে। বলিভিয়াতে থাকার সময় সিআইএ মদদপুষ্ট বলিভিয়ান বাহিনীর কাছে ধরা পড়েন তিনি।

১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার শহর লা হিগুয়েরাতে হত্যা করা হয় এই বিপ্লবীকে। চে গেভারার মৃত্যু হলেও তার আদর্শ ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। দশকের পর দশকজুড়ে চে হয়ে আছেন তারুণ্যের প্রতীক। প্রয়াণ দিবসে তাই চের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোটা বিশ্ব।

কিউবায় তার শ্রদ্ধায় আয়োজন করা হয় বিশাল সমাবেশ, যাতে উপস্থিত ছিলেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। জীবনের শেষ সময় কাটানো বলিভিয়াতেও ছিলো চে ভক্তদের উপস্থিতি।

বলিভিয়ার ভাল্লেগ্রান্দের যেখানে মিলেছিলো চে ও তার সহযোগীদের মরদেহ সেখানেই গড়ে তোলা হয়েছে চে-র স্মরণে জাদুঘর।

Back to top button