খেলাধুলা

কাপ্তাইয়ে আন্তঃ ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাঙামাটির কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাপ্তাই উপজেলা আন্ত:ইউনিয়ন পরিষদ ফুটবল টুর্নামেন্ট আজ সোমবার থেকে স্হানীয় কর্ণফুলি স্টেডিয়ামে শুরু হয়েছে।
কাপ্তাই ১৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ড: এম এম এম কাদের, জিএম ( প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খাঁন,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাকসুদুর রহমান বাবুল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্হার সদস্যরা এবং অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্হিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ২-০ গোলে ২ নং রাইখালী ইউনিয়নকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক কাজী মাকসুদুর রহমান বাবুল,সহকারী ছিলেন কল্যান তংচংগ্যা, নুরনবী সফু এবং মাহাবুব হাসান বাবু। টুর্নামেন্টে ৫ টি ইউনিয়ন পরিষদ অংশ নিচ্ছে।

Back to top button