ডিপ্লোমেসী ট্রেনিং প্রোগ্রামে এবার বাংলাদেশী দু’জন
সোহেল হাজং দিলি, তিমূর লেস্টে থেকে:
তিমুর লেস্টে-এর রাজধানী দিলিতে ২ অক্টোবর থেকে শুরু হলো মানবাধিকার বিষয়ক ২৭ তম ডিপ্লোমেসী ট্রেনিং প্রোগ্রাম (ডিটিপি)।
অস্ট্রেলিয়ার ‘নিউ সাউথ ওয়েল্স ইউনিভার্সিটি’ ও তিমুর লেস্টে-এর ‘জুডিসিয়াল সিস্টেম মনিটরিং প্রোগ্রাম’ যৌথভাবে মানবাধিকার বিষয়ক এই ডিপ্লোমেসী প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী দিনে ডিপ্লোমেসী ট্রেনিং প্রোগ্রাম (ডিটিপি)-এর প্রতিষ্ঠাতা, ১৯৯৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী, তিমুর লেস্টে-এর দ্বিতীয়তম প্রেসিডেন্ট, তৃতীয়তম প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক সিনিয়র মন্ত্রী ও কাউন্সিলর ড. জোসে রামস হোর্তা উপস্থিত ছিলেন। তিনি তাদের মাত্র ১৫ বছর বয়সী নতুন স্বাধীন রাষ্ট্র, তিমুর লেস্টে-এর জন্মের ইতিহাস তোলে ধরেন। তিনি বলেন, “মাত্র ১৫ বছরে আমরা এখনও বিরাট কিছু করতে না পারলেও অনেকটা এগিয়েছে। আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ১০%-এ পর্যন্ত আমরা নিয়ে গিয়েছিলাম। ১০ লক্ষ মানুষের এ ছোট্ট দেশ থেকে এখন ৩০০ জন শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশুনা করছে তার মধ্যে ১০০জনকে অস্ট্রেলিয়া সরকার সাহায্য করলেও বাকী ২০০ জনকেই আমরা তিমুর লেস্টে সরকারের টাকায় পড়াই। আমরা এ দেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবেই দেখতে চাই।” তিনি আরো বলেন, “আমি আগে অনেক সময় এশিয়ার জন্য দুঃখ বোধ করতাম। এখন আমাদের আশাবাদী হওয়ার মতো অনেক কিছুই তৈরি হয়েছে। আবার বিপদজনক বিষয়ও আছে, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু তার মধ্যে অন্যতম। তবে এখন মানুষ দ্রুত ও সহজে সামাজিক মিডিয়ার মাধ্যমে রোহিঙ্গা ইস্যুটির আসল চিত্র জানতে পারছে।”
১২ দিনের এ প্রশিক্ষণে এবার এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ১০টি দেশের প্রায় ২৫জন মানবাধিকারকর্মী অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে জাতীয় হাজং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল হাজং ও ‘আওয়াজ’ ফাউন্ডেশনের পরিচালক-অপারেশন নাহিদুল হাসান নয়ন এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণের প্রথমদিনে মাবাধিকারের ওপর সেশন নিয়েছেন জাতিসংঘের অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক কমিটির এক্সপার্ট মিস ভার্জিনিয়া ডেনডেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিটিপি-এর নির্বাহী পরিচালক পেট্রিক ইয়ার্ল, কো-অর্ডিনেটর লড়েল স্যাভেজ, তামি থেইকডি প্রমুখ। এ প্রশিক্ষণটি চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশী অংশগ্রহণকারীগণ তাদের দেশের মানবাধিকার বিষয়ক ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন তোলে ধরবেন আগামী ৫অক্টোবর।