অন্যান্য
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে অধ্যাপক সাদেকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। নতুন ডিন নির্বাচনের আগ পর্যন্ত অনধিক তিন মাস দায়িত্ব পালন করবেন তিনি।
গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সামজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়ার মেয়াদ শেষ হবে আগামী ২৯ শে সেপ্টেম্বর। এরপর ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন ডিন নির্বাচন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নির্বাচনের আগ পর্যন্ত ২৯ তারিখ থেকে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সাদেকা হালিম।