রাঙ্গামাটিতে ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

আইপিনিউজ ডেস্ক (রাঙ্গামাটি): রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল।
গত ৭ নভেম্বর ২০২৫ পর্দা নামলো ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ এর। রাঙ্গামাটির রাঙ্গাপানিস্থ কান্ত চাকমা স্মৃতি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো তৃতীয়বারের মত আয়োজিত হওয়া এ টুর্নামেন্ট। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টের ফাইনালে বরগাঙ কিংস-কে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিলাইছড়ি উপজেলা রাইক্ষ্যং একাদশ।


মাসব্যাপী চলা এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করে ২৪ টি দল। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারী দলগুলো হলো-
১. খাগড়াছড়ি আদিবাসী ফুটবল টিম
২. রাইংখ্যাং একাদশ, বিলাইছড়ি
৩. বরকল একাদশ, বরকল
৪. কাচালং একাদশ, বাঘাইছড়ি
৫. বরগাঙ কিংস, রাঙ্গামাটি সদর
৬. ঘাগড়া মহাজন পাড়া যুব সংঘ, কাউখালী
৭. জুরাছড়ি একাদশ
৮. কাটাছড়ি স্পোর্টিং ক্লাব, রাঙ্গামাটি সদর
৯. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আদিবাসী টিম
১০. বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট আদিবাসী টিম, কাপ্তাই
১১. কুতুকছড়ি একাদশ, রাঙ্গামাটি সদর
১২. কিল্লা মূড়া একাদশ, রাঙ্গামাটি সদর
১৩. ঝগড়াবিল একাদশ, বাঘাইছড়ি
১৪. ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, ট্রাইবেল আদাম
১৫. রাজ দ্বীপ যুব ক্লাব, রাঙ্গামাটি সদর
১৬. ঝিঙেফুল একাদশ, বোধিপুর
১৭. সাপছড়ি মধ্যপাড়া জাগরণ ক্লাব, রাঙ্গামাটি সদর
১৮. আর্কেড স্পোর্টিং ক্লাব, রাঙ্গামাটি
১৯. মগবান একাদশ, রাঙ্গামাটি সদর
২০. ফুর্নেস এফসি, রাঙ্গামাটি সদর
২১. রাঙ্গামাটি এলিট ক্লাব, রাঙ্গামাটি সদর
২২. রংখ্রেডং একাদশ
২৩. লারং স্পোর্টিং ক্লাব, ওয়াগ্গা, কাপ্তাই
২৪. কুইক সার্ভিস CHT টিম, রাঙ্গামাটি সদর
অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে আয়োজিত এ টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দল বিলাইছড়ি উপজেলা রাইক্ষ্যং একাদশের মাঝমাঠের খেলোয়াড় সমরজয় তঞ্চঙ্গ্যা, সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের স্ট্রাইকার অজান্ত চাকমা এবং সেরা গোলকিপার হন একই টীমের গোলকিপার জনি মারমা। গোটা টুর্ণামেন্ট জুড়ে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও খেলোয়াড়সুলভ আচরণের জন্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে রংখ্রেডং একাদশ। টুর্ণামেন্টে অংশগ্রহণ করা ২৪ টি টীমে গোটা পার্বত্য চট্টগ্রামের খেলোয়াড় ছাড়াও সমতলের অনেক আদিবাসী খেলোয়াড় অংশগ্রহণ করে।




টুর্ণামেন্ট আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব জিকো চাকমার সঞ্চালনায় এবং আহ্বায়ক জুয়েল চাকমার সভাপতিত্বে ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রী কাজল তালুকদার, ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা (অবঃ উপসচিব), আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য মাধবীলতা চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, কেএস মং মারমা, মোনঘর শিশু সদনের নির্বাহী পরিচালক ও মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অশোক কুমার চাকমা, জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমা, রাঙ্গামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর রবি মোহন চাকমা, বিজয় কুমার কার্বারী, শ্যামল মিত্র কার্বারী এবং আরও অনেকে।
উল্লেখ্য যে, ড. রামেন্দু শেখর দেওয়ান ১৭ই জানুয়ারি ১৯৩২ সালে বর্তমান খাগড়াছড়ি জেলার খবংপয্যা এলাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অনার্স এবং ১৯৬২ সালে মাস্টার্স সম্পন্ন করে তিনি কেমেস্ট্রিতে এমফিল করার জন্য ১৯৬৮ সালে কুইন্স এলিজাবেথ কলেজে ভর্তি হন। ড. দেওয়ান ১৯৮০ সালে সালফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৪ সালে সরকারের পার্লামেন্টারি প্রতিনিধি হিসেবে মানবেন্দ্র নারায়ণ লারমার কমনওয়েল্থ সম্মেলনে যোগদান উপলক্ষে লন্ডন সফরে ড. দেওয়ানের সাথে সাক্ষাৎ হয়। তিনি ড. দেওয়ানকে জুম্ম জনগণের আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক ক্যাম্পেইন চালানোর আহ্বান জানান। তাঁর আহ্বানে তিনি চাকরি ছেড়ে দিয়ে সার্বক্ষণিকভাবে আন্দোলনের কাজে সম্পৃক্ত হয়ে পড়েন। তখন থেকে আন্তর্জাতিক অঙ্গণে তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মুখপাত্র। তিনি ২৯২১ সালের জুলাই মাসে যুক্তরাজ্যের ম্যানচেষ্টার শহরের নিজ এ্যাপার্টমেন্টে ৮৯ বছর বয়সে বার্ধক্যজনিত জটিলতায় মারা যান ।


