শিল্প ও সংস্কৃতি

গারো কবি লেখক ও গবেষক জর্জ নীলু রুরাম আর নেই

গারো কবি লেখক ও গবেষক জর্জ নীলু রুরাম আর নেই। আজ ১২ নভেম্বর দিবাগত রাতে তিনি মারা গিয়েছেন।  মৃত্যুকালে উনার বয়স ছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।
জর্জ নীলু রুরাম ১৯৪৬ খ্রিস্টাব্দে ৬ মার্চ সৌন্দর্যের লীলাভূমি পাহাড় বেস্তৃত্ব ঐতিহ্যবাসী সিমসাং নদীর পাড়ে কিংবদন্তী গ্রাম রাণীখং-এ এক গারো পরিবারে জন্ম গ্রহণ করেন। মা ক্যাথেরিন নখেপ রুরাম বাবা মাখন চাম্বগং। দুই ভাই এক বোনের মধ্যে তিনি কনিষ্ঠ ছিলেন।
স্কুল জীবন শেষ করেন ঢাকা বান্দুরার ক্ষুদ্র পুষ্প সেমিনারি থেকে। কলেজে পড়ে ডিগ্রি পাশের পর তিনি সেমিনারি জীবন ছেড়ে কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনে তিনি বাংলদেশের অতি প্রচীন প্রত্রিকা রাণীখংএর চিঠি-তে (বর্তমানে প্রতিবেশী নামে ঢাকা থেকে প্রকাশিত হয়)   ১৯৭৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৮২ পর্যন্ত রির্পোটার হিসেবে কাজ করেন।
তিনি ১৯৮২ থেকে ১৯৯৯ পর্যন্ত ওয়াল্ড ভিশন বাংলাদেশে প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ ক্যাথলিক ডাইওসিসে শিক্ষা কর্মকর্তা পদে ২০০০-২০১০ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ২০১৩-২০১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ময়মানসিংহ উত্তর এলাকার মানুষের স্বাস্থ্য সেবার স্থান জয়রামকুড়া হসপিতালে নিস্থার সাথে কর্মরত ছিলেন।
কর্ম জীবনে তিনি দেশে বিদেশে সংবাদ ও প্রতিবেদন তৈরীসহ ব্যবস্থাপনার প্রুশক্ষণ গ্রহণ করেন। ১৯৮৪ খ্রিস্টাব্দ ভারতের পাটনায় SAR New বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন, ১৯৯৬ -এ কক্সস বাজারে UCAN এবং ফিলিপাইনের AVEV – EAPI ১৯৯৯ খ্রিস্টাব্দে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
মূলত: তিনি একজন কবি, লেখক, গল্পকার এবং প্রকাশনা সম্পাদনা কাজে নিযোজিত ছিলেন। তিনি ১৯৭৮ খ্রিস্টাব্দে কবিতার  জন্য প্রথম গাঙ্গুলী পুরস্কার পান।
কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্যাঙ্গণ, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মানুষের সেবা দান করেছেন।
তিনি বাংলাদেশ Lituragical Commission এর Member ছিলেন, ময়মনসিংহ ক্যাথলিক ডাইওসিসের Lituragical Commission এর Member, ময়মনসিংহ শহর ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি, ঢাকা নকমান্দির চেয়ারম্যান, ঢাকা নকমান্দি ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান, আন্তধর্মীয় সংলাপ কমিশিনের সদস্য, দি আচিক কোপারেটিভ হাউজিং সোসাটির চেয়ারম্যান ও সাহিত্য সংসদ-এর সদস্য ছিলেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: কাব্য গ্রন্থ অব্যক্ত বেদনা, গল্পসংগ্রহ: নিসংঙ্গ বলাকা। এছাড়াও তিনি অনেক পত্র পত্রিকা ও ম্যাগাজিনে অনেক কবিতা গল্প লিখেছেন।
তথ্যসূত্রঃ ধিরেশ চিরান 

Back to top button