আঞ্চলিক সংবাদ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গারোদের সুপারি গাছ কর্তন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামে গারোদের সুপারি গাছ কর্তনের ঘটনা ঘটেছে। গতকাল ১০ নভেম্বর আনুমানিক সকাল ৯ টায় আদিবাসী কৃষক মি. পিয়ারসন সাংমা-র মালিকানাধীন ফলজ ও সুপারি বাগানের ৫০টিরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কর্ণঝোড়া রাবার বাগানের ম্যানেজার মি.বিজন কুমার ভৌমিকের নেতৃত্বে একদল লোক এসে ফলদ বাগান ও সুপারি বাগান কর্তন করে।
এরমধ্যে সামাজিক মাধ্যমে এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
গারো স্টুডেন্ট ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি এবং শেরপুরের স্থানীয় ছাত্রনেতা মৃন্ময় চিরান তার ফেসবুকে লিখেন,
দুর্বলের উপর সবলের অত্যাচার
যুগ যুগ ধরে আদিবাসীরা এ অঞ্চলে বসবাস করে আসছে। তাদের জীবিকা ও কর্মসংস্থানের একমাত্র অবলম্বন জুম চাষ ও বাগান। কিন্তু সেই জীবিকার উপরই নেমে এসেছে অন্যায়ের করাল ছায়া।
আদিবাসী কৃষক মি. পিয়ারসন সাংমা-র মালিকানাধীন ফলজ ও সুপারি বাগানের ৫০টিরও বেশি গাছ কেটে ফেলে কর্ণঝোড়া রাবার বাগানের ম্যানেজার মি.বিজন কুমার ভৌমিক নেতৃত্বে একদল লোক। এই অন্যায়ের ফলে স্থানীয় আদিবাসী কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থান: বাবেলাকোনা গ্রাম, উপজেলা – শ্রীবরদী, জেলা – শেরপুর
ক্ষতিগ্রস্ত ব্যক্তি: মি. পিয়ারসন সাংমা
তারিখ: ১০-১১-২০২৫
সময়: আনুমানিক সকাল ৯:০০ ঘটিকা

