শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মেরিট অ্যাওয়ার্ড অর্জন করলেন জয় চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগে অনার্স পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে জগন্নাথ হল থেকে “মেরিট অ্যাওয়ার্ড ২০২৫” পেয়েছেন জয় চাকমা।
এক ফেসবুক পোস্টে জয় চাকমা তার অনুভূতি ব্যক্ত করে বলেন- ”বাবা, দিদি সুদূর খাগড়াছড়ি থেকে আমার এই প্রাপ্তির দিনে এসেছেন। মা বেঁচে থাকলে হয়তো আরও অনেক বেশি খুশি হতো। দাদার তখন ট্রেনিং থাকায় আসতে পারেনি। দিনশেষে, পরিবারের মানুষদের বিশেষ করে বাবা কতখানি প্রাউড ফিল করেছেন, সেটি দেখেই আমার এত্তো ভালো লেগেছে সেটি প্রকাশ করা সম্ভব নয়।”
এই সম্মাননা অর্জনের পর জয় চাকমা শিক্ষক, সিনিয়র, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই অর্জনের পথে সহায়তা করার জন্য তিনি তাদের অবদান ও সহযোগিতাকে ধন্যবাদ জানান

Back to top button