আন্তর্জাতিক আদিবাসী দিবসে “অদিবাসী” শীর্ষক গান নিয়ে আসছে- সেঙ্গেল

আসন্ন ৯ ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে, জনপ্রিয় সাঁওতালী ব্যান্ড দল “সেঙ্গেল” নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ব্যান্ডটি শ্রোতাদের চাহিদা এবং ঐতিহ্যের বিষয়টি বিবেচনা সাপেক্ষে, বিভিন্ন ধরনের গান উপহার দিয়ে আসছে। যা দর্শক সমাজে অত্যান্ত সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শ্রোতাদের জন্য এবার প্রতিবাদী গান নিয়ে আসছে দলটি।
গানের সম্পর্কে ব্যান্ডের ভোকাল রিংকু মার্ডী আইপিনিউজকে বলেন, আদিবাসীরা দেশের একটি নির্দিষ্ট মহলের কাছে যুগ যুগ ধরে শোষন ও নির্যাতনের শিকার হয়ে আসছে। বাগদা ফার্ম, চিড়াকুটা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত আদিবাসীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হত্যার শিকার হয়েছে শ্যামল, মঙ্গল, অবিদীয় মার্ডি, আলফ্রেড সরেন সহ অনেকেই। এছাড়া সেঁচের পানির জন্যও আদিবাসীদের জীবন দিতে হয়। কিন্তু রাষ্ট্র এর সঠিক বিচার দিতে বরাবরই ব্যর্থ ! এই বিষয়সমূহ গানের কথায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এছাড়া আদিবাসীদের প্রানের দাবি সাংবিধানিক স্বীকৃতির বিষয়টিও গানের কথায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
ব্যন্ডের গিটারিস্ট এবং পরিচালক জন হেম্ব্রম বলেন, সূচনালগ্ন থেকেই সেঙ্গেল ব্যান্ড মূলত ঝুমুর ধাঁচের গান করে আসলেও এই গানটিতে শ্রোতা বন্ধুরা কিছুটা রক গানের ফিল পাবেন। আপনারা অবগত আছেন, সাঁওতালদের প্রায় ৫০ টির অধিক গানের সূর রয়েছে। যার মধ্যে, ঐতিহাসিক ভাবে দাঁশায় সূর টি প্রতিবাদের অর্থ বহন করে। এই পরিপ্রেক্ষিতেই “আদিবাসী” শিরোনামের গানটি দাাঁশায় সূরের ওপর ফিউশন করে তৈরি করা হযেছে। উক্ত গানে সাঁওতালী এবং বাংলা উভয় ভাষার ব্যবহার রয়েছে। আশা করি গানটি শ্রোতা মহলে অলোচিত এবং সমাদৃত হবে।
ব্যান্ডের নিজস্ব কম্পোজিশনে গানটি মিক্সিং এবং মাস্টারিং করছেন এস. বি. রাতুল। গানটি, আগামি ৭ তারিখ,”সেঙ্গেল” ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব এবং ফেইসবুক পেজে রিলিজ করা হবে জানিয়েছে সেঙ্গেল।