আঞ্চলিক সংবাদ

প্রশাসনের আশ্বাসে সাহেবগঞ্জ বাগদাফার্মে লংমার্চ সংক্ষিপ্ত: ২৬ জুলাই রোডমার্চের ঘোষণা

আজ শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে EPZ প্রকল্প বাতিল এবং সাহেবগঞ্জ বাগদাফার্মের রিকুইজিশনকৃত জমি ফেরত পাওয়ার দাবিতে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ডাকে পূর্বঘোষিত “লংমার্চ টু গোবিন্দগঞ্জ” কর্মসূচি প্রশাসনের আশ্বাসে কায়াগঞ্জ এলাকায় এসে স্থগিত করা হয়েছে।

আজ সকাল থেকে উত্তাল হয়ে ওঠে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকা। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ড. ফিলিমন বাসকের নেতৃত্বে, শতশত সাঁওতাল-বাঙালি নারী-পুরুষ তীর-ধনুক হাতে, ব্যানার-ফেস্টুন নিয়ে পথচলা শুরু করেন গোবিন্দগঞ্জের দিকে।

তবে লংমার্চটি যখন কায়াগঞ্জ নামক স্থানে পৌঁছায়, তখনই গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা লংমার্চকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়— আদিবাসীদের ভূমি-অধিকারের প্রশ্নে অগ্রাধিকার দিয়ে তাদের দাবী সমূহ উচ্চপর্যায়ে একটি নিরপেক্ষ সমাধানের সুপারিশ করা হবে।

এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলনের নেতৃবৃন্দ লংমার্চ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন এবং ফিরে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন—২৬ জুলাই, কাটামোড় থেকে ঘোড়াঘাট পর্যন্ত রোডমার্চ।

আজকের কর্মসূচিতে যাঁরা অংশ নেন তাঁদের মধ্যে ছিলেন—আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, হিরা মুরমু, বিটিশ সরেন, স্বপন শেখ, রিপন বেশরা, দিপনসহ অগণিত সাঁওতাল ও বাঙালি।

সাঁওতালদের দাবি, ” গোবিন্দগঞ্জের ভূমিদস্যুদের প্রাাণঘাতী হুমকি উপেক্ষা করে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, তারই ধারাবাহিকতায় আজ লংমার্চ করছি। আমরা কারও দয়া চাই না—আমরা চাই ন্যায্য অধিকার। বাপ-দাদার জমি আমাদের ফেরত দিতেই হবে। ভূমি আমাদের মা, আমরা লড়ব।”

 

Back to top button