রিতুপর্ণা চাকমার ২ গোলে মায়ানমারের বিপক্ষে বাংলাদেশের জয়

আইপিনিউজ ডেস্ক: রিতুপর্ণা চাকমার ২ গোলে মায়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ ২ জুলাই ২০২৫, মায়ানমারের ইয়াংগুন শহরের থুয়ান্না স্টেডিয়ামে এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক মায়ানমারের। র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারের সাথে ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশ। মুহমুর্হু আক্রমণ প্রতি আক্রমণে খেলার ১৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিকটি প্রতিহত হলেও ফিরতি শটে এক দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সাফ-২০২৪ ফুটবলের সেরা খেলোয়াড় রিতুপর্ণা চাকমা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় আবারো দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রিতু। এরপর ৮৮তম মিনিটে উইন উইনের গোলে ব্যবধান কমায় মিয়ানমার, তবে তা বাংলাদেশের জয় আটকাতে পারেনি। দুই গোল করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিতুপর্ণা চাকমা। তবে গোলপোস্টে থেকে দারুন খেলা উপহার দেন রুপনা চাকমাও। মায়ানমারের একের পর এক মুহমুর্হু আক্রমণ রুখে দেন সাফ-২৪ সেরা এ গোলকিপার।

উল্লেখ্য যে, এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্ব খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ ম্যাচের আগের ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ সি এর পয়েন্ট টেবিলের এক নাম্বার জায়গাটি দখল করে রেখেছে বাংলাদেশ। আজকের জয়ে এশিয়া কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।