পিসিপির গৌরবময় সংগ্রামের ৩ যুগ-পালিত হচ্ছে নানা আয়োজনে

১৯৮৯ সালের ৪ মে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় সংঘটিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদের মধ্য দিয়ে জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষার গুরু দায়িত্ব কাঁধে নিয়ে ১৯৮৯ সালের আজকের এই দিনে ঢাকার রাজপথ কাঁপিয়ে প্রতিষ্ঠা লাভ করে প্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। রক্তপিচ্ছিল গৌরবময় সংগ্রামের পথচলার তিন যুগ পূর্ণ করলো পিসিপি।

পিসিপির তিন যুগ পূর্তি উপলক্ষ্যে নানা আয়োজনে পালিত হবে দিনটি। “সকল প্রকার বিভেদ ও জুম্ম স্বার্থ পরীপন্থী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন” স্লোগানে রাঙামাটির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের তিন যুগ পূর্তি ও ২৯তম কেন্দ্রীয় কাউন্সিল করতে যাচ্ছে সংগঠনটি। এ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার এবং সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। আগামীকাল ২১ মে অনুষ্ঠিত হবে সংগঠনটির ২৯ তম কেন্দ্রীয় কাউন্সিল। আশা করা যাচ্ছে, এ কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির হাল ধরতে অভিষেক ঘটবে নতুন নেতৃত্বের।

সংগঠনটির তিন যুগ পূর্তি উপলক্ষ্যে এর আগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিলক্ষিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় শহরগুলোর বিভিন্ন এলাকা ও পুরো পার্বত্য জনপদে এ দিনটি উপলক্ষ্যে দেয়াল লিখন ও পোস্টারিং করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। এছাড়া এ দিনটিকে উপলক্ষ করে গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।