শিল্প ও সংস্কৃতি

নজরুল কনসার্টে গাইবে আদিবাসী নারীদের ব্যান্ড ‘এফ মাইনর’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গান নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কনসার্ট “রক মিউজিকে নজরুল”। এই আয়োজনে দেশের শীর্ষ নয়টি ব্যান্ডের সাথে গান পরিবেশন করবে জনপ্রিয় আদিবাসী নারীদের ব্যান্ড ‘এফ মাইনর’।

কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে এই কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কবির ১০টি উদ্দীপনামূলক গান নিয়ে তৈরি একটি অ্যালবামের প্রকাশ উপলক্ষে। গানগুলোর মধ্যে রয়েছে—‘কারার ঐ লৌহ-কবাট’, ‘জাগো অনশন-বন্দী’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা’, ‘পরদেশী মেঘ’সহ আরও কিছু বিপ্লবী গান।

গানগুলোর কথা, সুর এবং স্বরলিপির নির্দেশনা অনুযায়ী প্রতিটি ব্যান্ড আলাদা করে রেকর্ড করেছে। পুরো প্রকল্পে মেন্টরের ভূমিকা পালন করছেন নজরুলসংগীত বিশারদ ইয়াকুব আলী খান।

অনুষ্ঠিতব্য কনসার্টের পোস্টার। ছবিঃ ফেইসবুক

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার এজেন্ডায় এই অ্যালবাম ও কনসার্ট ছিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। এই যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের দিকে এগোচ্ছি, নজরুলের গান কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই অ্যালবামটিকে আমরা একটা দায় হিসেবে নিয়েছি। গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। ৩০ মে অ্যালবামটি প্রকাশ পাবে, সে উপলক্ষেই এ কনসার্ট।’

তিনি আরও জানান, ‘অ্যালবামটি করার উদ্দেশ্য হলো, ভবিষ্যতে এসব গান যদি কোনো ব্যান্ড কাভার করতে চায়, তাহলে গানগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে। কারণ, প্রতিটি গান সঠিকভাবে করা হচ্ছে। বাণী থেকে শুরু করে প্রতিটি জিনিস আমরা ঠিক করে দিয়েছি। পুরো প্রকল্পের মেন্টর হিসেবে আছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান।’

উল্লেখ্য, এফ মাইনর বাংলাদেশের একমাত্র আদিবাসী নারী পরিচালিত ব্যান্ড যারা নিজস্ব সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণ ঘটিয়ে এক স্বতন্ত্র ধারা তৈরি করেছে। এফ মাইনর দেশের মূলধারার সাংস্কৃতিক চর্চায় আদিবাসী নারীদের সক্রিয় অবস্থানকে দৃশ্যমান করে তোলে।

কনসার্টটি শুরু হবে ৩০ মে বিকেল ৫টায় এবং উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।। দর্শকেরা বিনামূল্যে কনসার্ট উপভোগ করতে পারবেন। অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হবে।

Back to top button