আঞ্চলিক সংবাদ

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির বৃক্ষরোপণ অভিযান শুরু

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্মে আনুষ্ঠানিকভাবে “বৃক্ষরোপণ অভিযান ২০২৫” কার্যক্রম শুরু হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. ফিলিমন বাসকে। 

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রেজাউল করিম মাস্টার, বার্ণাবাস টুডু, প্রিসিলা মুরমু, ব্রিটিশ সরেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ।

বক্তারা বলেন, “বৃক্ষ শুধু ছায়া বা ফল দেয় না, এটা আমাদের জীবনের প্রতীক। সাহেবগঞ্জের ভূমি রক্ষার লড়াইয়ের সাথে সাথে আমাদের পরিবেশ রক্ষার দায়িত্বও গুরুত্বপূর্ণ। তাই গাছ লাগানো হচ্ছে শুধু প্রকৃতির জন্য নয়, জীবনের টিকে থাকার জন্যও।”

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে চান। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই উদ্যোগকে প্রাণবন্ত করে তোলে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের আরো উদ্যোগ নেওয়া হবে এবং প্রতি বছরই এ ধরনের বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।

উদ্বোধনের দিন ফলজ, ঔষধি এবং অর্থকরী গাছের চারা রোপণ করা হয়।

Back to top button